ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভেঙে গেল হুমা’র প্রেম!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ , ০৭:৩৫ পিএম


loading/img

ভারতীয় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমা কুরেশী এবং প্রযোজক মুদাসসার আজিজের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। গুঞ্জন চলছে, বেশ ঝামেলা করে হুমা ও মুদাসসার আলাদা হয়েছে। যা আর জোড়া নেবার নয়।

বিজ্ঞাপন

অবাক করার বিষয় হলো এই যে, (৪ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে হুমা কুরেশী'র নতুন সিনেমা ‘ডবল এক্সএল’। এই সিনেমার লেখক ও সহপ্রযোজক হচ্ছেন মুদাসসার আজিজ। অথচ সিনেমা মুক্তির আগেই তাদের প্রেমের বিচ্ছেদ ঘটল।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, তাদের ব্রেকাপ হলেও বন্ধুত্ব অটুট আছে। দু’জনের সঙ্গে যোগাযোগ রয়েছে। এক সঙ্গে কাজে যুক্ত থাকবেন তারা। দু'জনে সিনেমা প্রযোজনাও করবেন।

বিজ্ঞাপন

হুমা কুরাশী এখন একা আছেন। কারও সঙ্গে এখন কোনো সম্পর্কে জড়াননি।

প্রসঙ্গত, প্রেমের সম্পর্ক স্বীকার করে তিন বছর আগে ২০১৯ সালে হুমা মুদাসসারের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন, “নানা মুডে মুদাসসার। আমি তোমার জন্য গর্বিত। তুমি যাই করো না কেন, আমার খুব ভালো লাগে। তোমার জন্য সব সময় আমার অন্তর থেকে প্রার্থনা করি। তোমার সব স্বপ্ন সত্যি হোক”।  এর পরপরই হুমা-মুদাসসারের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |