পেরিয়ে গেছে ৭২ ঘণ্টা। কিন্তু এখনও সংকটজনক অবস্থায় রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর (বৃহস্পতিবার) ব্রেইন স্ট্রোক করে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি এই অভিনেত্রীর।
ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর নিউরো আইসিউতে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। এখনও জ্ঞান ফেরেনি তার। বৃহস্পতিবার রাত থেকেই তার রক্তচাপ কম ছিল। ঐন্দ্রিলার রক্তচাপ ছিল ১১০-৭০। আর প্রতি মিনিটে তার পালস রেট ১১২। কড়া নিরাপত্তায় আইসিউতে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। সেখানে শুধু চিকিৎসক ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ।
উল্লেখ্য, স্ট্রোক করার কারণে ঐন্দ্রিলার শরীরের এক দিক পুরো অসাড়। তার বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। এ ছাড়া শুধু চোখ নড়ছে। তবে বয়স কম থাকায় ঐন্দ্রিলার ঝুঁকি কিছুটা হলেও কম বলে জানান চিকিৎসকরা।