না ফেরার দেশে পারি জমিয়েছেন পাঞ্জাবি ও বলিউড অভিনেত্রী দলজিত কৌর খানগুরু। গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে লুধিয়ানার কসবা সুন্ধর বাজারে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ অভিনেত্রী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯।
শুক্রবার (১৮ নভেম্বর) লুধিয়ানায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এ অভিনেত্রী। এ ছাড়া তিন বছর আগে তার মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। গেল এক বছর কোমায় ছিলেন দলজিত।
জানা গেছে, শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন দলজিত। এ ছাড়া তার বেড় ওঠা শিলিগুড়িতেই। এফটিআইআই (পুণে) থেকে ফিল্ম স্টাডিজে নিয়ে পড়াশোনা করেন তিনি। পরে পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন বরেণ্য এ অভিনেত্রী। তার অভিনীত প্রথম সিনেমা ‘দাজ’ মুক্তি পায় ১৯৭৬ সালে। অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০টি পাঞ্জাবি এবং ১০টি হিন্দি ভাষার ছবিতে অভিনয় করেছেন দলজিত।
তবে ব্যক্তিগত জীবনে হরমিন্দর সিং দেওলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর নিজেকে একেবারেই গুটিয়ে নেন পাঞ্জাবি ছবির এই কিংবদন্তি অভিনেত্রী। এরপরই মূলত মানসিক সমস্যা ঘিরে ধরেন অভিনেত্রী দলজিতকে।
খবর : ইন্ডিয়া টুডে