না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট আবদুর রহমান। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে ভাগ্নে মোহাম্মদ হালিম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বেশকিছু রোগে ভুগছিলেন আবদুর রহমান। তিনদিন আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় কিছুই খেতে পারছিলেন না তিনি। ফলে ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। এমনকি পরিচিতদেরও অনেককেই চিনতে পারছিলেন না বর্ষীয়ান এ শিল্পী। এ অবস্থায় সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ আর্টিস্ট।
মোহাম্মদ হালিম জানান, মামাকে হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। কিন্তু কোনোভাবে ফেরানো গেল না তাকে। ভোর ৫টা ২০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন মামা। মামার জন্য সবার কাছে দোয়া চাই আমি। মামা অনেক দিন মেকআপশিল্পী হিসেবে কাজ করেছেন। এ সময়ে মনের অজান্তে মামার কাছ থেকে কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন।
১৯৪৬ সালের ২২ জুলাই জন্মগ্রহণ করেন আবদুর রহমান। স্বাধীনতার পর চলচ্চিত্রে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি। দীর্ঘ এই সময়ে প্রায় ২০০ ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
উল্লেখ্য, আবদুর রহমান চিরকুমার ছিলেন। গেল দুই বছর ধরে তিনি কামরাঙ্গীরচরে ভাগ্নের বাসায় থাকতেন। তবে মাঝখানে সাভারের একটি বৃদ্ধাশ্রমেও অনেকদিন ছিলেন এই শিল্পী। তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।