ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাস তিনেক পরই বিয়ের পিঁড়িতে বসতেন সব্যসাচী-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ নভেম্বর ২০২২ , ১১:০৬ পিএম


loading/img

মাত্র ২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী।

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছিলেন সব্যসাচী-ঐন্দ্রিলা। তাদের চার হাত এক করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পরিবার। সম্প্রতি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা এবং মা শিখা শর্মা।

ঐন্দ্রিলার বাবার ভাষ্য, আগামী ফেব্রুয়ারি-মার্চেই সব্য-ঐন্দ্রিলার বিয়ের কথা ছিল। দুই পরিবারে সেভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু চার হাত এক হওয়ার বদলে, মাঝরাস্তায় সব্যসাচীর হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন ঐন্দ্রিলা।

বিজ্ঞাপন

গত কয়েক বছর ধরেই ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়ে ছিলেন সব্যসাচী। জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে তাকে পাশে পেয়েছেন প্রয়াত অভিনেত্রী। সবশেষ প্রিয় মানুষটির সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিলেন সব্যসাচী। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে পৃথিবী ভ্রমণ শেষ করেন ঐন্দ্রিলা।

তবে ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচীও কম লড়াই করেননি। হাসপাতালে প্রেমিকার সঙ্গেই দিন-রাত কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে নিয়ে নানানরকম আলোচনা দেখে কখনও ক্ষোভ ঝেড়েছেন, আবার কখনও অসহায়ের মতো প্রার্থনার আর্জি জানিয়েছেন। তবে বাস্তব সত্যকে মেনে নিয়েছেন সব্যসাচী। শেষ বিদায়ে প্রেমিকাকে নিজ হাতে সাজিয়েছেন। ভালোবাসার মানুষটিকে হারিয়ে তিনি এখন একা। পৃথিবীর বুকে একটি অনুকরণীয় ভালোবাসার গল্প অসম্পূর্ণই রয়ে গেল।

বিজ্ঞাপন
Advertisement

ঐন্দ্রিলার মৃত্যুর আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতা নিয়ে করা সব পোস্ট মুছে ফেলেন সব্যসাচী। অভিনেত্রীর মৃত্যুর পর ফেসবুকে তার আইডিটিও সরিয়ে ফেলেন। পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও মুছে ফেলেছেন অভিনেতা। বলা চলে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন সব্যসাচী।

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। তবে বিধিবাম। গত ১ নভেম্বর রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। গত ২০ নভেম্বর দুপুর ১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |