বলিউড বাদশা শাহরুখ খান। সারা বিশ্বেই রয়েছে তার কোটি কোটি অনুসারী। সম্প্রতি সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। ওই চলচ্চিত্র উৎসবে যোগ দেন বলিউডে একঝাঁক তারকা। তার মধ্যে ছিলেন শাহরুখ খান।
সেই উৎসবের দর্শকাসনে বসা ছিলেন শাহরুখ খান। প্রথমে তাকে কেউ চিনতে পারেননি। তবে উপস্থাপকের নজর এড়ায়নি শাহরুখের মুখ। আর তাইতো আচমকা শাহরুখকে অভ্যর্থনা জানাতে তার কাছে চলে যান। এ অবস্থায় শাহরুখ তার আসন ছেড়ে উঠে দাঁড়ান। হেসে মাথা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি।
এ সময় শাহরুখের পাশের সিটে বাসা ছিলেন হলিউডের প্রখ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। উপস্থাপিকা নাম ডাকার পর শাহরুখ যখন দাঁড়িয়ে যান তখন বিস্ময়ে চিৎকার করে ওঠেন শ্যারন। হাততালি দিতে দিতে শ্যারন বলেন, ‘ওহ মাই গড।’ এরপর শ্যারনের কাছে যান শাহরুখ। তার গালে চুমু দিয়ে পাশে বসেন হাসিমুখে।
জানা যায়, রেড সি ফিল্ম ফ্যাস্টিভ্যাল উপলক্ষে সৌদ আরবের জেদ্দায় তারকাদের মিলনমেলা বসেছিল। হলিউডের পাশাপাশি বলিউড থেকেও হাজির হয়েছিলেন একঝাঁক তারকা শিল্পী। তাদের মধ্যে শাহরুখ খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাজল, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর প্রমুখ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন