ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মুক্তির অনুমতি পেল ‘আদিম’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ ডিসেম্বর ২০২২ , ০৭:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনের একাধিক পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘আদিম’। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আনকাট সেন্সর পেয়েছে। বিষয়টি রোববার (১১ ডিসেম্বর) নিশ্চিত করেন নির্মাতা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘আমি আসলে জানতামই না যে সেন্সর পেয়েছে। সিনেমাটি মঙ্গলবার (৬ ডিসেম্বর) আনকাট সেন্সর পেয়েছে। তবে সেন্সরপত্র হাতে পেলাম আজকেই।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে এখনও কোনো কিছু ঠিক করিনি। আশা করি, খুব শিগগিরই জানিয়ে দিতে পারব কবে নাগাদ মুক্তি দিচ্ছি।’

বিজ্ঞাপন

ইতোমধ্যেই সিনেমাটি একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। এর মধ্যে নিউইয়র্কে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কারও পেয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।

প্রসঙ্গত, টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’-এর শুটিং। ছবির কাহিনিও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। খুনের দায় এড়াতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে বেড়ানো ভাসমান একজন পঙ্গু মানুষকে ঘিরে তৈরি হয়েছে ‘আদিম’ সিনেমার গল্প।

বিজ্ঞাপন

গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘রসায়ন’-এর ব্যানারে নির্মিত এবং সহপ্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

বিজ্ঞাপন

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |