বলি পাড়ার অন্যতম চর্চিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের সম্পর্কের কথা ছিলো ওপেন সিক্রেট। চলতি বছরের মাঝামাঝি সময়ে সম্পর্কের ইতি টানেন তারা।
গুঞ্জন উঠেছে, টাইগারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা পাটানি। তার এবারের সঙ্গী মডেল ও অভিনেতা আলেকজান্ডার অ্যালেক্স ইলিক। তাদের দুজনকে প্রায়ই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও নিজেদের হ্যাংআউট, ছুটি কাটানোর নানা মুহূর্ত শেয়ার করেন তারা।
যদিও একটি সাক্ষাৎকারে ইলিক জানান, দিশা আমার ঘনিষ্ঠ বন্ধু। মুম্বাইতে আসার শুরু থেকেই তার সঙ্গে আমার পরিচয়। ২০১৫ সালে আমরা ফ্ল্যাটমেটও ছিলাম। ফিটনেস পরিচর্যার বিষয়ে আমাদের ভেতর মিল থাকায় আমরা একসঙ্গে প্রচুর সময় কাটাচ্ছি।
দিশা-ইলিকের প্রেমের সম্পর্ক নিয়ে জলঘোলা হলেও এ বিষয়ে তাদের দুজনের কেউই সরাসরি কিছু বলেননি।
সূত্র: পিঙ্কভিলা