বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ‘বেশরম রং’। ‘পাঠান’ সিনেমার এই গানটি নিয়ে ব্যাপক উত্তাল নেটদুনিয়া। গানে শাহরুখ-দীপিকার পোশাক এবং লুক নিয়ে নেটিজেনদের কটাক্ষ যেন পিছুই ছাড়ছে না।
বিশেষ করে দীপিকার বিকিনি পোশাকে অঙ্গভঙ্গিতেই নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে গেছে। এমনকি গানে গেরুয়া ও সবুজ রঙের বিকিনি পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। সেই সঙ্গে গানটি বয়কটেরও দাবি জানিয়েছেন তিনি।
তবে এ পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। সম্প্রতি এ নিয়ে একটি টুইট করেছেন তিনি। অভিনেতা ওই টুইটে লিখেছেন— গেরুয়া রঙের পোশাক পরা একজন ধর্ষককে মালা পরাতে, একই পোশাক পরে রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দিতে পারেন, এমনকি গেরুয়া রঙের পোশাক পরে স্বামীজি নাবালিকাকে ধর্ষণও করতে পারেন। আর সিনেমায় নায়িকারা এ ধরণের পোশাক পরলেই ্দোষ।
এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানান স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। রীতিমতো শাহরুখ-দীপিকার পোশাকের রং নিয়ে ক্ষিপ্ত হন তিনি। সেই সঙ্গে গানটি সংশোধনের আহ্বানও জানিয়েছেন এই মন্ত্রী।