• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

সেন্সর পেল ‘লিডার আমিই বাংলাদেশ’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:০৬
সেন্সর পেল ‘লিডার আমিই বাংলাদেশ’ 

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। সম্প্রতি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে এই জুটি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’।

সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে।

হোসেন দিলের গল্প অবলম্বনে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। ছবিটি নির্মাণ করেছেন তপু খান। আর এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রযোজক সৈয়দ আশিক রহমান। তিনি ওই পোস্টে লিখেছেন, সেন্সর পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ষষ্ঠ চলচ্চিত্র ‘লিডার আমিই বাংলাদেশ’।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। মাত্র সাড়ে তিন মাসেই শেষ হয় সিনেমাটির শুটিং। শিগগিরই ‘লিডার-আমিই বাংলাদেশ’ ছবির মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার পাকিস্তানে দেখা যাবে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’
শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী
স্টেডিয়ামে বসে দলের হার দেখলেন শাকিব খান
ঢাকার ম্যাচ দেখতে মিরপুরে আসছেন শাকিব খান