ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সাইমনের বুকে পরী

এ এইচ মুরাদ

বুধবার, ১৬ আগস্ট ২০১৭ , ০৭:২৪ পিএম


loading/img

ঝরণার স্বচ্ছ পানিতে শুয়ে আছেন হ্যান্ডসাম নায়ক সাইমন সাদিক তার বুকের ওপরে সাদা পোশাকে নায়িকা পরী মণি। এ ছবিটি পরী মণি তার ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

শওকত পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ ছবিতে জুটি হয়েছেন সাইমন-পরী। পানির মধ্যে তাদের অন্তরঙ্গ ছবিটি এ সিনেমার শুটিংয়ের।  

সাইমন সাদিক আরটিভি অনলাইনকে বলেন, ওই ছবিটি মে মাসে একটি গানের শুটিংয়ের সময়কার তোলা। আমরা আজ (বুধবার) সিলেটে যাচ্ছি। জাফলং-এ ২০ আগস্ট পর্যন্ত এ ছবির কাজ করবো। এরপর ঢাকায় বাকি অংশের কাজ হবে। নির্মাতা বেশ যত্ন নিয়েই ছবিটি তৈরি করছেন। থাকছে সুন্দর কিছু গান। যা দর্শকদের মনে ধরবে আশা করি।   

বিজ্ঞাপন

ছবির গল্প নিয়ে সাইমন বলেন, চাঁদ ও নদী নামে দু’জন ছেলেমেয়েকে নিয়েই ‘নদীর বুকে চাঁদ’ ছবির গল্প। তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েন। একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোমান্টিক ঘরানার ছবিটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

সাইমন-পরীর প্রথম ছবি নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’। তাদের অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুড়ে যায় মন’। ছবিটি পরিচালনা করেছিলেন অর্পূব রানা। এ জুটির তৃতীয় ছবি ‘নদীর বুকে চাঁদ’ । এছাড়াও দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘মন জ্বলে’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন-পরী মণি।  

এইচএম   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |