ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পরী বললেন ‘এনজয়’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ , ০৭:০১ পিএম


loading/img

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা।

বিজ্ঞাপন

গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দেন পরীমণি। এদিকে তার স্বামীও পাল্টা জবাব স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে পরী সংসার ভাঙার এই দুঃসময়ে শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিয়েই যাচ্ছেন। তিনি মঙ্গলবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের লিংক শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘এনজয়’।

এর আগেও পরী ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তির কথা জানিয়েছেন। সোমবার ২ জানুয়ারি একই মাধ্যমে তিনি গানটির একটি পোস্টার শেয়ার করে সেখানে ক্যাপশনে লেখেন ‘আসছে।’

জানা গেছে, সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে মঙ্গলবার।

বিজ্ঞাপন

গানটির কথা লিখেছেন প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |