আসছে নভেম্বরে ‘ইনোসেন্ট লাভ’ মুক্তি পেতে যাচ্ছে। আলোচিত নায়িকা পরী মণি অভিনীত এ ছবিটি ১৬ আগস্ট কাটছাট ছাড়াই সেন্সর সনদ পেয়েছে। পরিচালনা করেছেন অপূর্ব রানা। ছবিতে পরীর সঙ্গে জুটি হয়েছেন জেফ।
ছবিতে ‘পরী’ নামের ভার্সিটি পড়ুয়া তরুণীর চরিত্রে অভিনয় করেছেন পরী মণি। আর ছবিতে তার বাবার চরিত্রে রয়েছেন সোহেল রানা।
অপূর্ব রানা বলেন, সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করেছি। জেফ-পরী দু’জনেই খুব ভালো অভিনয় করেছেন। গানগুলো খুব ভালো হয়েছে আশা করছি সবমিলে ছবিটি দর্শকদের ভালো লাগবে।
তিনি আরো বলেন, ছবির দৃশ্যায়ন হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। এছাড়া রাঙামাটি ও কক্সবাজারে ধারণ করা হয় বেশ কয়েকটি দৃশ্য ও গান।
ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।
জাহিন চলচ্চিত্রের ব্যানারে আরো অভিনয় করেছেন-সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।
এর আগে একই পরিচালকের ‘পুড়ে যায় মন’ ছবিতে অভিনয় করেছিলেন পরী মণি। ওই ছবিতে তার সঙ্গে নায়ক হিসেবে ছিলেন সাইমন সাদিক। এদিকে আসছে ঈদে এ নায়িকার ‘সোনাবন্ধু’ নামে একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে।
এইচএম