ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মডেল থেকে পরিচালনায় রিবা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ১০:২৭ পিএম


loading/img
সাবরিনা জামান রিবা। ছবি : সংগৃহীত

বার্লিন ফ্যাশন ফিল্ম উৎসবে প্রদর্শিত হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় মডেল সাবরিনা জামান রিবা অভিনীত ফ্যাশন ফিল্ম ‘মুড সুইং’। ফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছিল। সেই কাজটির পর আবারও নতুনভাবে নিজেকে সামনে নিয়ে এলেন রিবা। এবার করলেন পরিচালনা।

বিজ্ঞাপন

স্টুডিও মায়েস্ট্রোসের প্রযোজনায়, কণ্ঠশিল্পী তারুণ্য হীরার নতুন গান 'এ শহরে তুমিহীন'-এর ভিডিওতে পারফর্ম করেছেন তিনি। কলকাতার প্রসেনজিৎ দাসের সঙ্গে যৌথভাবে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রিবা। কলকাতার শহরতলিতে শুটিং হওয়া এ মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে স্টুডিও মায়েস্ট্রোসের ইউটিউব চ্যানেলে। তাতে রিবার সঙ্গে পারফর্ম করেছেন ফররুখ আহমেদ রেহান। ভিডিওটি একইসঙ্গে এপার ও ওপার বাংলার যৌথ প্রয়াসের একটি অনন্য দৃষ্টান্ত। 

বিজ্ঞাপন

পরিচালনার বিষয়ে রিবা বলেন, নতুন কাজের জন্য অনেকটাই এক্সাইটেড ছিলাম, আবার কিছুটা নার্ভাসও। তবে প্রসেনজিৎ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তার মূল্যবান উপদেশ কাজটি আমার জন্য বেশ সহজ করে দিয়েছে। বলে রাখা ভালো, ষ্টুডিও মায়েস্ট্রোস বর্তমানে ইউটিউবের মতো অর্গানিক প্ল্যাটফর্মে অরিজিনাল কনটেন্ট প্রোডাকশনের কাজ করছে। এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে এ নতুন গান। 

গানটি সম্পর্কে তারুণ্য হীরা বলেন, ‘এ শহরে তুমিহীন’ আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের জীবনের হারিয়ে যাওয়া অতীতের গান। কারণে-অকারণে ভুল বোঝাবুঝিতে হারিয়ে ফেলা সম্পর্কগুলোকে কখনো বলা হয় না আমরা কতটা অনুভব করি তাদের না থাকাটাকে। এই গানে আমি সেই অনুভূতিটাকেই সুরে-ছন্দে বলার চেষ্টা করেছি।

মিউজিক ভিডিওর ডি ও পি হিসেবে কাজ করেছেন কলকাতার সুশোভন চক্রবর্তী ও প্রোডাকশন লজিস্টিক সরবরাহ করছে প্রয়াস কমিউনিকেশন। ভিডিওটির পোস্ট প্রোডাকশন, এনিমেশন ও ভি এফ এক্স এর কাজ করছেন বাংলাদেশের ফিল্মি ফিক্স ষ্টুডিও থেকে সৈয়দ শোয়েব ও মোহাম্মদ মাহাদী।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |