• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

ঢাকায় প্রদর্শিত হবে ৭১ দেশের ২৫২টি চলচ্চিত্র 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪০

শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএফএফ) উৎসবের ২১তম আসর। শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠছে এই উৎসবের। নয় দিনব্যাপী চলবে উৎসবটি।

নয় দিনে দেখা যাবে ৭১ দেশের প্রায় আড়াই শতাধিক সিনেমা। ১০টি বিভাগে সারাবিশ্বের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

জানা গেছে, ১৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এই ছবিগুলোর প্রদর্শন শুরু হবে। এদিন বিকেল ৫টায় প্রদর্শিত হবে সিনেমা ‘জেকে ১৯৭১’।

আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টি-ফাইভ’ প্রদর্শিত হবে ১৫ জানুয়ারি বিকেল ৫টায়। এদিন সন্ধ্যা ৭টায় সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘যা হারিয়ে যায়’ ছবিটি দেখতে পাবেন দর্শকরা। পরের দিন একই স্থানে প্রদর্শিত হবে সিনেমা ‘হাওয়া’।

এ ছাড়া ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ‘বিউটি সার্কাস’, ১৮ জানুয়ারি ‘দামাল’, ১৯ জানুয়ারি ‘পাপ পুণ্য’, ২০ জানুয়ারি ‘সাঁতাও’ ছবিগুলো জাদুঘরের মূল মিলনায়তনে উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে ২১ জানুয়ারি একই স্থানে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘দেশান্তর’ ও ‘মৃত্যুঞ্জয়ী’ সিনেমা।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্টার সিনেপ্লেক্সে উৎসবের সিনেমাগুলো উপভোগ করতে পারবেন সিনেমাপ্রেমীরা। আর এই উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সিনেপ্লেক্স’
যা হয়েছে, সেটা দুর্ঘটনাবশত: শরিফুল রাজ
সিনেপ্লেক্স থেকে সিনেমা সরিয়ে নিয়ে যা বললেন প্রযোজক-নির্মাতা ইকবাল
স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে নির্মাতাদের অভিযোগ