ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

যে কারণে ইমোশনাল হয়ে পড়েছেন স্যাডি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ , ০৬:১৭ এএম


loading/img

সিনেমাতে অভিনয় করলেও ওয়েব সিরিজেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেছেন অভিনেত্রী স্যাডি সিঙ্ক। এই জনপ্রিয়তা অর্জনের পেছনে নেটফ্লিক্সে প্রচার চলতি ‘স্ট্রেঞ্জার থিংস’ এর অবদান অনেকটাই রয়েছে। কেননা এই ড্রামা সিরিজের প্রথম থেকেই অভিনয় করছেন সিঙ্ক। ২০১৭ সালে এই ছবির প্রিমিয়ার হলেও এর প্রচার শুরু হয় ২০২১ সালে। ইতিমধ্যে এই সিরিজটি সবার কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। 

বিজ্ঞাপন

সুপার ন্যাচারাল সব ঘটনা নিয়ে নির্মিত এ ড্রামা সিরিজে তিনি ম্যাক্স মেফিল্ড চরিত্রে অভিনয় করছেন। এটি শেষ হয়ে যাবে ২০২৪ সালের প্রথম দিকেই। এজন্য অনেকটা ইমোশনাল হয়ে পড়েছেন সিঙ্ক। রোববার (৮ জানুয়ারি) একটি টেলিভিশন শো তে অংশ নেন সিঙ্ক। সেখানে এই সিরিজটি নিয়ে বলতে গিয়েই ইমোশনাল হয়ে পড়েন তিনি। 

বিজ্ঞাপন

সিরিজটি নিয়ে সিঙ্ক বলেন, আমরা খুব আবেগপূর্ণ একটা সময় কাটিয়েছি এই সিরিজের শুটিংয়ে। 

পরের পর্বগুলোতে কি হতে যাচ্ছে সে বিষয়ে তিনি কিছু না বললেও এতটুকু বলেছেন যে, পরের পর্বগুলো অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। এই সিরিজের পরের পর্বের প্রতিটি দৃশ্যই উত্তেজনাপূর্ণ হবে। 

বিজ্ঞাপন

সাত বছর বয়স থেকে অভিনয়ে নিয়মিত স্যাডি সিঙ্কের এখন বয়স ২০। গত কয়েক বছরে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। গত হওয়া বছরে মুক্তি পাওয়া ‘ দ্য ওয়ালে’ ও ‘ডিয়ার জোয়ে’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। মুক্তির পথে রয়েছে ‘বার্লিন নোবডি’ সিনেমাটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |