ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

হৃতিকের জন্মদিনে প্রেমিকা সাবার আবেগঘন স্ট্যাটাস  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ১২:৫৭ পিএম


loading/img

বলিউডের জনপ্রিয় এবং সুদর্শন অভিনেতা হৃতিক রোশন। মঙ্গলবার (১০ ডিসেম্বর)  ৪৯ বছরে পা দিয়েছেন এই বলি তারকা। আর জন্মদিন উপলক্ষে অভিনেতাকে শুভেচ্ছা জানান তার ভক্ত-অনুরাগীরা। প্রেমিকা সাবা আজাদও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হৃতিক রোশনকে।    

বিজ্ঞাপন

জন্মদিনে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে হৃতিকের একটি ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা। পোস্টে তিনি লিখেছেন, সবসময়ই প্রতিভাবান একজন মানুষ তুমি। সেই সঙ্গে বোকা এবং মটরশুটির মতো। সমস্ত ফলের মধ্যে অদ্ভুত ও সেরা তুমি। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়।

ইতোমধ্যে সাবার ওই পোস্টে মন্তব্যের ঝড় উঠেছে ভক্ত-অনুরাগীদের। রীতিমতো জন্মদিনের শুভেচ্ছার সাগরে ভাসিয়ে দিয়েছেন অভিনেতাকে।  

বিজ্ঞাপন

সুজানার সঙ্গে বিচ্ছেদের পর সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। এরই মধ্যে নতুন ফ্ল্যাট কিনে একসঙ্গে বাসও করেছেন তারা। খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলেও জানা গেছে। তবে বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |