সাকরাইন উপলক্ষে আরটিভির ব্যানারে আসছে নতুন গান। গানটির শিরোনাম ‘সাকরাইন’। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অয়ন চাকলাদার, আসিয়া ইসলাম দোলা, অবন্তী সিঁথি ও শোভন রয়।
বিজ্ঞাপন
‘সাকরাইন’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত করেছেন শোভন রয়। সম্প্রতি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।
তরুণ নির্মাতা মোহন ইসলামের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও সামিনা বাসার। এ ছাড়াও গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওচিত্রেও পারফরম্যান্স করেছেন সংগীতশিল্পীরা। আগামী ১৩ জানুয়ারি বিকেল ৫টায় আরটিভি মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে।