মারা গেছেন পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী (গায়িকা) লিসা মেরি প্রিসলি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৪।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের ক্যালাবাসাসে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন লিসা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি।
গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মা প্রিসিলা প্রিসলি। এক বিবৃতিতে তিনি জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মেয়ে লিসা পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন।
১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন সংগীতশিল্পী লিসা প্রিসলি। ২০০৩ সালে সংগীত জীবন শুরু করেন এই গায়িকা। ১৯৯৪ সালে পপ-সম্রাট মাইকেল জ্যাকসনকে বিয়ে করেন। কিন্তু ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনে লিসা চারটি বিয়ে করেছিলেন। সংসার জীবনে লিসা চার সন্তানের জননী।
খবর : বিবিসি