ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

প্রকাশ পেল রিহানার নতুন টিজার 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ , ০৪:৪১ পিএম


loading/img

বিশ্বখ্যাত মার্কিন গায়িকা রবেইন রিহানা ফেন্টি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গানের নতুন টিজার। আর এই টিজারটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও সঙ্গীত জগতে ফিরলেন এই পপতারকা।  

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জানুয়ারি) গায়িকার আসন্ন শো ‘সুপার বোল হাফটাইম’-এর একটি গানের টিজার প্রকাশ করেন রিহানা। চলতি বছর এই মেগা-ইভেন্টে প্রধান গায়িকা হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।  

৩০ সেকেন্ডের ওই টিজারে দেখা যায়, প্রথমে একটি অন্ধকার ঘরে ছায়ামূর্তি হিসেবে উপস্থিত হন রিহানা। পরে ধীরে ধীরে আলোর দিকে সামনে এগিয়ে আসেন। তখন ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ভাষ্যকরদের সমন্বিত কণ্ঠস্বরে একটি ট্র্যাকও শোনা যায়। শেষ দৃশ্যে তার মুখের ওপর আঙুল এনে দর্শকদের শান্ত হওয়ার ইঙ্গিত করতে দেখা যায় রিহানাকে।  

বিজ্ঞাপন

বছরের সবচেয়ে বড় মিউজিক্যাল ইভেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে ‘সুপার বোল হাফটাইম শো’। যেখানে বিশ্বখ্যাত গায়ক-গায়িকা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে মাতিয়ে রাখেন দর্শকদের। আর এই মিউজিক সুপার বোল হাফটাইম শোতে প্রথম পারফর্মার অংশ নিতে যাচ্ছেন রিহানা।

অ্যারিজোনার গ্লেনডেলে আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ‘সুপার বোল হাফটাইম শো’। অনুষ্ঠানটি প্রযোজনা করবে রক নেশন ও ডিপিএস। আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন জেসি কলিন্স। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকছেন হামিশ হ্যামিল্টন।     


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |