ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাংলাদেশেও অফার এসেছে, কিন্তু নাম বলব না : শ্রীলেখা (ভিডিও)

নিয়াজ শুভ

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:৩৫ পিএম


loading/img

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে ঢাকায় এসেছেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ প্রদর্শিত হয়েছে।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্রীলেখা জানান, আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকায় এসেছি। পুরস্কার পাওয়া বা না পাওয়াটা বড় বিষয় নয়। পরিচালক হিসেবে সবে হাঁটতে শিখলাম, এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। আমার সিনেমাটি নির্বাচিত করার জন্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিজ্ঞাপন

আক্ষেপ করে তিনি বলেন, আমার সিনেমাটি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট করেনি। দুঃখ রইল, কলকাতার মানুষ আমার সিনেমাটি দেখতে পারল না। তবে আমার ঢাকার বন্ধুরা দেখতে পাচ্ছে।

এ সময় ব্যক্তিজীবনের নানা বিষয়েও খোলামেলা কথা বলেন শ্রীলেখা। বিয়ে প্রসঙ্গে তার সোজা জবাব, ‘ন্যাড়া একবার বেলতলায় গেছে!’

বিভিন্ন সময় কম বয়সী ছেলেদের সঙ্গে শ্রীলেখার প্রেমের গুঞ্জন শোনা যায়।বিষয়টিকে পুরোপুরি গুজব আখ্যা দিয়ে তিনি বলেন, অনেক সময় খবরে আসে, শ্রীলেখা ৩০ বছরের ছেলেদের সঙ্গে প্রেম করে, এগুলো পুরোপুরি ভুল কথা। আমি পুরোপুরি সিঙ্গেল। আমি এসব (প্রেম) করি না, বিশ্বাস করো (মুখে হাসি)।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে যদি অভিনয়ের প্রস্তাব পান, তাহলে কি করবেন- প্রশ্ন করতেই শ্রীলেখা জানান, অফার এসেছে, কিন্তু আমি নাম বলব না। দুটো গল্প খুব ভালো লেগেছে। এখন শুধু কমার্শিয়াল কথাবার্তা হবে। সবকিছু ঠিক হলে খুব শিগগিরই আবার আসব।

বিজ্ঞাপন

ঢাকায় কোন খাবারটি বেশি ভালো লেগেছে, জানতে চাইলে অভিনেত্রী বলেন, বাংলাদেশের সব খাবার ভালো। আজকে শাহি টুকরা খেলাম। কিন্তু নিজেকে অনেক কষ্টে সংযত করেছি। কারণ, আরেক পিস খাওয়ার ইচ্ছা ছিল। সেটার লোভ সংবরণ করেছি, আমি লোভী মানুষ। আর এ দেশের আতিথেয়তার সঙ্গে পৃথিবীর কোনো দেশ প্রতিযোগিতায় পারবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |