ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মারা গেছেন প্রবীণ অভিনেতা আল ব্রাউন 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ১১:০৩ এএম


loading/img

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমেরিকান জনপ্রিয় প্রবীণ অভিনেতা আল ব্রাউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩। দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার (১৩ জানুয়ারি) লাস ভেগাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা।  

বিজ্ঞাপন

মৃত্যুর খবরটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অভিনেতার মৃত্যুর খবরটি ঘোষণা করা হয়। বিনোদন সংবাদ সাইট ‘টিএমজেড’-এ আল ব্রাউনের মেয়ে জেনি বলেন, তার বাবা মারা গেছেন। 

জানা গেচগে, জনপ্রিয় টিভি শো ‘দ্য ওয়্যার’-এ অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন আল ব্রাউন। এ ছাড়াও ব্লকবাস্টার এইচবিও শো’ তে পুলিশ কমান্ডার স্ট্যানিস্লাউস স্ট্যান ভালচেকের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

১৯৯০-এর দশকে অভিনয় জগতে পা রাখেন আল ব্রাউন। এর আগে ভিয়েতনাম যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই সঙ্গে মার্কিন বিমান বাহিনীর দুটি যুদ্ধ সফরে ছিলেন এই অভিনেতা।   

প্রসঙ্গত,  ‘রেসকিউ মি’, ‘ফরেনসিক ফাইলস’,‘কমান্ডার ইন চিফ’ এবং ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’ সহ জনপ্রিয় অনেক টিভি শোতে অভিনয় করেছিলেন ব্রাউন। তবে ‘দ্য ওয়্যার’ টিভি সিরিজে ‘ভালচেক’ চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বিখ্যাত ছিলেন তিনি। তবে ‘দ্য ওয়্যার’ এর পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন আল ব্রাউন। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |