• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

থানা থেকে হাসপাতালে রাখি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তার। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের মিরচি গার্ল।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিতর্কিত এই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছিল ভারতীয় পুলিশ। শার্লিন চোপড়ার মামলায় আটক করা হয়েছিল তাকে। তবে কয়েক ঘণ্টা পরই ছেড়ে দেওয়া হয় তাকে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাখিকে আটক করে নিয়ে যায় মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ। থানায় নিয়ে কয়েক ঘণ্টা জজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর ছেড়ে দেওয়া হয়। পুলিশের হাত থেকে মুক্ত হয়েই এ অভিনেত্রী ক্যানসার আক্রন্ত মাকে দেখতে হাসপাতালে চলে যান।

হাসপাতালেও হিজাবে দেখা গেছে রাখিকে। ওই সময় সংবাদকর্মীদের তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো না। সারাদিন কিছুই খাইনি।

জানা যায়, গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউডের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাখির গ্রেপ্তার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লেখেন, ‘ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে।’ পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেপ্তার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এ ছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। ওই সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়ার

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
নিখোঁজের ১০ দিন পর খালে মিলল একজনের মরদেহ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪