ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

হাসপাতালে ভর্তি ইলিয়ানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৯:৫২ পিএম


loading/img

শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, তিনটি সেলাইন দেওয়া হয়েছে ইলিয়ানাকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে অভিনেত্রীর হাতে ক্যানোলা লাগানো রয়েছে।

বিজ্ঞাপন

ইলিয়ানা লিখেছেন, ‘গত কয়েক দিনে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।’

দক্ষিণী সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন ইলিয়েনা ডি ক্রুজ। তবে এরই মধ্যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই সুন্দরী। বলিউডে অজয় দেবগন, সাইফ আলি খান, অক্ষয় কুমার, রণবীর কাপুরের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |