• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

লড়াই থেমে গিয়ে নিষ্প্রাণ অভিনেত্রী অ্যানি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:৫৩
লড়াই থেমে গিয়ে নিষ্প্রাণ অভিনেত্রী অ্যানি

না ফেরার দেশে চলে গেলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ এর অভিনেত্রী অ্যানি ওয়ারশিং। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অসুস্থ হয়েও তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ৪৫ বছর বয়সে লড়াই থামিয়ে নিষ্প্রাণ হয়ে গেলেন তিনি।

চিকিৎসা চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছিল তার পরিবারকে। সবশেষ মারভেলের ‘রানওয়েজ’ এর সহ-অভিনেত্রী এভার কারদিন অসুস্থ অ্যানির জন্য সবার কাছে সাহায্য চেয়েছিলেন। সেখান থেকে আসা অর্থ দিয়েই তার চিকিৎসা চলছিল। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল তার মৃত্যুতে। তার চলে যাওয়াতে শোকাচ্ছন্ন হয়ে আছে তার স্বামী ও তিনপুত্র।

২০২০ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে তার। এই মরণঘাতি রোগ নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। তার সম্পর্কে সহকর্মীরা জানিয়েছে, খুব চাপা স্বভাবের ছিল অ্যানি। সবসময় ছেলেদের কথা চিন্তা করত সে। সু্স্থ হয়ে ওঠার জন্য তার আপ্রাণ চেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে থাকা হলো না তার।

টেলিভিশনে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিত ছিলেন। তার অভিনীত টেলিভিশন ফিকশনগুলোর মধ্যে ‘অ্যাঞ্জেল’, ‘বোস্টন লিগ্যাল’, চার্মড’ ও ‘ফ্রেসিয়ার অন্যতম। এছাড়া ভিডিও গেমসেও কণ্ঠ দিতেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম মারা গেছেন
মারা গেছেন ‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ
মারা গেছেন অ্যাকশন তারকা সুদীপ পাণ্ডে
সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন