• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নৌকা প্রতীকে ভোট চাইলেন মাহি  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৩, ১০:৩১
নৌকা প্রতীকে ভোট চাইলেন মাহি  

সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচন করছেন এই অভিনেত্রী। তাই নির্বাচন প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকে সবার কাছে ভোট চাচ্ছেন তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি এলাকায় গিয়ে নৌকায় ভোট দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ এবং লিফলেট বিতরণ এবং গোলাবাড়ি গ্রামে একটি পথসভায় বক্তব্যও দিয়েছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন মাহি।

নির্বাচনী প্রচারণায় মাহির সঙ্গে আরও উপস্থিত ছিলেন, স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন টুইংকেল জেলা পরিষদের সদস্য মোছা. হোসনে আরা পাখিসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বাড়ল সময়
মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে নেটদুনিয়ায় শোরগোল
নজরুল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হ-য-ব-র-ল 
ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মাহি