বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নতুন রুপে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী রুনা খান। হঠাৎ ওজন কমিয়ে বদলে গেছেন এই অভিনেত্রী। একের পর এক স্লিম ফিগারের ছবি পোস্ট করে নজর কেড়েছেন নেটিজেনদের। এমনকি অভিনেত্রীর প্রত্যেকটি ছবির নিচে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের।
এদিকে রুনার ওজন কমানো নিয়ে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্তদের মনে। এতদিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেত্রী। নিজেই ওজন কমানোর কারণ জানিয়েছেন সংবাদমাধ্যমে।
রুনা বলেন, সুস্থ থাকতেই মূলত ওজন কমিয়েছেন তিনি। তবে ওজন কমাতে কাউকে ফলো করেননি বলে জানান এই লাস্যময়ী। একজন মানুষ হিসেবে সুস্থ ও ফিট থাকা খুবই প্রয়োজন। আর অবশ্যই এটা ভালো একটা চেষ্টা বলে মনে করি আমি। দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে গেল বছর এটা সম্ভব করতে পেরেছি।
অভিনেত্রী আরও বলেন, দুবছর আগের আমিকেও অনেকের কাছে একেবারেই ভালো লাগত না। আবার ওজন কমিয়ে পরিবর্তন হয়েছি, এখন নতুন আমিকেও কারও ভালো লাগছে না। তবে একটা মানুষকে সব অবস্থায় যে সবার ভালো লাগবে, এমন ভাবার কিছু নেই। তবে আমার আমিকে আমার কাছে ভীষণ ভালো লাগে।