ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

এক ধাক্কায় নামছে ‘পাঠান’র টিকিটের দাম! 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১১ এএম


loading/img

মুক্তির পর থেকেই রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। একের পর রেকর্ড ভাঙছে সিনেমাটি, এমনকি নিজের তৈরি করা রেকর্ডও নিজেই ভাঙছেন এই অভিনেতা। এখন পর্যন্ত দেশ ও বিদেশ মিলিয়ে ৫৫০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে শাহরুখের এই সিনেমা।

বিজ্ঞাপন

মুক্তির পর পেরিয়ে গেছে প্রায় এক সপ্তাহ। তবুও যেন থামছেই না পাঠানের ঝড়। আর মুক্তির ষষ্ঠ দিনে এসে হঠাৎ টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছেন সিনেমার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া।

এখনও বলিউড বাদশাহকে দেখতে প্রেক্ষাগৃহে লাইন পড়ছে সিনেমাপ্রেমীদের। তাই সেই উন্মাদনাকে ধরে রাখতেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

বিজ্ঞাপন

সব দিক ভেবে স্থানের ওপর নির্ভর করে দশ-ত্রিশ শতাংশ পর্যন্ত কমানো হবে ‘পাঠান’-এর টিকিটের দাম। টিকিটের মূল্য কমে গেলে আরও বেশি দর্শক হলমুখী হবেন বলে আশা করছেন সিনেমার নির্মাতা ও প্রেক্ষাগৃহ মালিকরা।

তবে সব স্থানে সমানভাবে কমবে না টিকিটের মূল্য। সব দিনের সিনেমার শোয়ের মূল্যেও থাকবে পার্থক্য। জায়গা ও সেখানকার দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে টিকিটের মূল্য নির্ধারণ করা করা হবে বলে জানিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা।     

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |