ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জায়নামাজে বসে হিরো আলমের ফরিয়াদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:২৩ পিএম


loading/img

তীরে এসে তরি ডুবেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

উপনির্বাচনের মোট ১১২টি কেন্দ্রে একতারা প্রতীকে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। অন্যদিকে বিজয়ী প্রার্থী মহাজোটের রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট।

বিজ্ঞাপন

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে ভোটগ্রহণ শুরুর আগে এদিন (১ ফেব্রুয়ারি) ভোরে জায়নামাজে বসে মোনাজাত করার মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। ভোটে জেতার ফরিয়াদ জানাতেই যে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, সেটি তার ক্যাপশনেই স্পষ্ট।

বিজ্ঞাপন

হিরো আলম লিখেছেন, ‘হে আল্লাহ, সারা বাংলাদেশের মানুষ আজ তোমার রায়ের অপেক্ষায় আছে। সবার দোয়া তুমি কবুল করো, আমিন।’

প্রসঙ্গত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সর্বমোট প্রার্থী ৯ জন। সেখানে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |