ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

অডিশনে ভীষণ ভয় পেয়েছিলেন সমীরা, কাঁদতে কাঁদতে ফিরেছিলেন বাড়ি  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:১৪ পিএম


loading/img

মানুষের জীবনে অতীত সবসময় মধুর হয় না। অনেকেই পুরনো কথা মনে রাখতে চান না। কিন্তু এ ক্ষেত্রে  ব্যতিক্রম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সমীরা রেড্ডি। মাঝে মধ্যেই নিজের অতীত নিয়ে স্মৃতিচারণা করেন এই অভিনেত্রী।   

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেকি পোশাক পরা একটি পুরনো ছবি পোস্ট করেছেন সমীরা। শেয়ার করেন তার প্রথম অডিশনের দিনের কথা।   

ওই পোস্টে তিনি লিখেছেন, ১৯৯৮ সালে প্রথম অডিশন ছিল আমার। মহেশ বাবুর সঙ্গে একটি ছবিতে কাজ করতে এসেছিলাম। কিন্তু এত ভয় পেয়েছিলেমা যে, ক্যামেরার সামনে কোনোভাবেই শট দিতে পারছিলাম না। 

বিজ্ঞাপন

পারফর্ম না করতে পাড়ায় সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম আমি। তখনই সিদ্ধান্ত নেই, অভিনয় নয়, চাকরি করব। পরে বছর দুয়েক একটি কোম্পানিতে কাজ করেছি। এরপর সাহস ফিরে পাই আমি। পরে আমার প্রথম মিউজিক ভিডিও ‘আহিস্তা কিজিয়ে বাতে’-এ কাজ করি আমি। 

পোস্টটি দেওয়ার পরই মন্তব্যের ঝড় ওঠে নেটিজেনদের। ভালোবাসা জানিয়ে একজন লেখেন, সেই মিউজিক ভিডিওটি এখনও আগের মতোই টাটকা, প্রায়ই দেখি আমি। আরেক নেটিজেন বলেন, ওই ভিডিওটা আমি যাদেরকে ভালোবাসি, তাদের সবাইকে পাঠিয়েছি। অনেক অনেক ধন্যবাড ভিডিওটা বানানোর জন্য।  

বিজ্ঞাপন

‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ ছবির মাধ্যমে ২০০২ সালে অভিনয়ে পা রাখেন সমীরা। ছবিতে সোহেল খানের বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।   

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |