ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নতুন চমকে ফিরছে কোক স্টুডিও বাংলা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৪৫ পিএম


loading/img

প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর নতুন চমকে ফিরছে কোক স্টুডিও বাংলা। আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় সিজনে সমগ্র বাংলাদেশ থেকে ২০ জনের বেশি শিল্পী একত্রিত হয়ে শ্রোতাদের জন্য ১০টিরও বেশি হৃদয়ছোঁয়া গান উপহার দেবেন। গানগুলোতে থাকছে চমৎকার মিউজিক্যাল ফিউশন, বৈচিত্র্যময় পারফরম্যান্সসহ আরও অনেক কিছুর সমন্বয়।

বিজ্ঞাপন

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে সম্পূর্ণ নতুন এবং নিজস্ব সংস্কৃতি মিশ্রিত সুরের সঙ্গে প্রতিভাবান উদীয়মান শিল্পীদের অনন্য ছাপ মিলে গানগুলো হয়ে উঠবে উপভোগ্য। এবারও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে তার সঙ্গে যোগ দিয়েছেন প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী ও শুভর মতো শিল্পীরা।

দ্বিতীয় সিজন প্রসঙ্গে শায়ান চৌধুরী অর্ণব বলেন, নতুন সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সঙ্গে থাকছেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও। আমরা সারা বিশ্বের সংগীত নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি, আমাদের শ্রোতারা হতাশ হবেন না। আমরা তাদের চমৎকার সব গান উপহার দিতে পারব।

বিজ্ঞাপন

আগামী ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজনের প্রথম গান প্রচারিত হবে। এ উপলক্ষে সারাদেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রোতারা কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানগুলো শুনতে পাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |