দীর্ঘদিন ধরেই স্বামীর বদরুদ্দিন আহমেদ রাহীর সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েন চলছিল জনপ্রিয় অভিনেত্রী সারিকার। এমনকি স্বামী বিরুদ্ধে যে নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলাও করেছিলেন এই অভিনেত্রী।
তবে সব বিভেদ ভুলে বিচ্ছেদের পথ থেকে সরে দাঁড়িয়েছেন সারিকা। ইতোমধ্যে ফের একসঙ্গে থাকতে শুরু করেছেন দুজন। সেই সঙ্গে স্বামীর বিরুদ্ধে সব মামলাও তুলে নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমার স্বামী রাহি ক্ষমা চাওয়ার কারণে মামলা তুলে নিয়েছি আমি। এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে দুই পরিবার বসেছিল। আমার কাছে একসঙ্গে থাকার জন্য সুযোগ চেয়েছে রাহি। সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এখন একসঙ্গে থাকছি আমরা।
সারিকা আরও বলেন, আমি রাহিকে অনেক ভালোবাসি। বর্তমানে তার বসুন্ধরার ভাড়া বাসায় আছি। তবে আমাদের এক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। এ ছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি।
কারণ, বিয়ে ভাঙা ভালো কিছু নয় বলেই আমি মনে করি। আমাদের দুজনেরই পরিবার আছে, সমাজ আছে। এ কারণে তারা অনেক বিব্রতকর অবস্থায় পড়েন তারা। তাই আমরা দুজনই একসঙ্গে সংসার করার চেষ্টা করে যাচ্ছি।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হন সারিকা-রাহী। তবে বছর না ঘুরতেই ভাঙনের মুখে পড়ে তাদের সংসার। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেন এই অভিনেত্রী। তবে সব ঝামেলা মিটিয়ে এখন এক সঙ্গেই সংসার করছেন তারা।