বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাপ্পা মজুমদার। জুলফিকার রাসেলের কথায় ‘কিছু নেই যার’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন টিনা রাসেল।
আসছে পহেলা ফাল্গুনে (১৩ ফেব্রুয়ারি) গানটি বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ পাবে।
বাপ্পা মজুমদার বলেন, ‘ভালো লাগার বিষয় হলো, আমি আর রাসেল আবার একসঙ্গে গান করলাম। বরাবরই সে আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে টিনার কণ্ঠে নতুন করে মুগ্ধ হয়েছি। খুবই মিষ্টি। আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।’
অন্যদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাইয়ের সঙ্গে প্রচুর কাজ করেছি। প্রায় এক যুগ পর যখন টিনার গানের সূত্র ধরে আবারও যুক্ত হলাম, হাজারো পুরনো স্মৃতি মনে পড়ল। আশা করছি, সামনে বাপ্পা-জুলফি জুটির বেশ কিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন।’
বাপ্পা মজুমদারের সঙ্গে গানের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত টিনা। তিনি বলেন, ‘তাদের (বাপ্পা মজুমদার-জুলফিকার রাসেল) কথা-সুর-কণ্ঠের বরাবরই মুগ্ধ শ্রোতা আমি। এক যুগ পর তাদের জুটি আবারও গান করলেন, যে গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হলো আমার। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করছি, শ্রোতারা গানটি শুনে মুগ্ধ হবেন।’