ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

১৩ বছর পর নায়ক-নায়িকার বিয়ের খবর প্রকাশ্যে, রয়েছে সন্তানও!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:৩৫ পিএম


loading/img

প্রায় ১৩ বছর আগে বিয়ে করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা রোমানা নীড়। তাদের সংসারে আট মাস বয়সী এক সন্তানও রয়েছে। ছেলের নাম রেখেছেন রাধ সাহামাত চৌধুরী আজমান।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ও রোমানা। তবে এতদিন কেন প্রকাশ্যে আসেনি তাদের বিয়ের খবর?

এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, এতদিন কেউ জিজ্ঞেস করেনি বলে জানানো হয়নি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কমন সার্কেলের সবাই জানতেন, আমরা বিবাহিত। সবারই আমাদের বাসায় আসা-যাওয়া আছে।

বিজ্ঞাপন

স্ত্রী রোমানার সঙ্গে জয় চৌধুরী

তিনি আরও বলেন, রোমানা সম্পর্কে আমার খালাতো বোন। পারিবারিকভাবে আমাদের বিয়েটা হলেও ধুমধাম আয়োজনে সবাইকে জানানো হয়নি।

বিজ্ঞাপন

নায়ক যোগ করেন, ব্যক্তিগত বিষয় সামনে এলে অনেকেই অকারণে গসিপ করে, যা ব্যক্তিজীবনে প্রভাব ফেলে। আমি চাই না, আমার ব্যক্তিজীবন নিয়ে গসিপ হোক।

এদিকে প্রথমবারের মতো শ্যালিকা কাজী জারার (রোমানার ছোট বোন) নায়ক হয়ে পর্দায় আসছেন জয় চৌধুরী। দুলাভাই-শ্যালিকা জুটির প্রথম সিনেমা ‘শেষ কথা’। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। ভিন্নধারার মৌলিক গল্পের সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম।

শ্যালিকা কাজী জারার সঙ্গে জয় চৌধুরী

নির্মাতা জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে সিনেমাটির দৃশ্যধারণ চলবে। এরপর ঢাকায় আরও পাঁচ দিন শুটিং শেষে কক্সবাজার ও সিলেটে গানের শুটিং হবে।

অন্যদিকে জারা বলেন, ‘জয় চৌধুরী সম্পর্কে আমার দুলাভাই হলেও বড় ভাইয়ের মতো। তিনি আমাকে খুব স্নেহ করেন। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটাও বেশ চমৎকার। আমি মনে করি, তার সঙ্গে স্বাচ্ছন্দ্য নিয়েই কাজটি করতে পারব।’

হাসতে হাসতে এই নবাগত নায়িকা বলেন, ‘প্রথম সিনেমায় দুলাভাইয়ের নায়িকা হয়ে এক দিক থেকে ভালোই হয়েছে। অন্য নায়কের বিপরীতে হয়তো জড়তা কাজ করত। কিন্তু এখন আমার জন্য কাজটা সহজ হয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটা টের পাচ্ছি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |