আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নতুন চমক নিয়ে হাজির সংগীতশিল্পী ফাহিম ইসলাম। প্রেমিক-প্রেমিকাদের জন্য তার কণ্ঠে ‘তুমি অনেক দামি’ শিরোনামের একটি গান প্রকাশ্যে এসেছে।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। এ ছাড়াও সৈকত রেজার পরিচালনায় মিউজিক ভিডিওতে ফাহিমের সঙ্গী হয়েছেন মডেল মুন। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গানটির ভিডিওচিত্র অন্তর্জালে উন্মুক্ত হয়েছে।
নতুন গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘প্রত্যেক প্রেমিকের কাছেই তার প্রেমিকা অনেক বেশি প্রিয়, অনেক বেশি দামি। নতুন গানটিতে আমরা সে কথাটিই বোঝাতে চেয়েছি। যেহেতু, ভালোবাসা দিবসের গান তাই ভালোবাসার গল্পেই ভিডিওটি সাজানো হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাহৃদয় ছুঁয়ে যাবে।’