ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বান্ধবীর সংসার ভেঙে বিয়ের অভিযোগে মুখ খুললেন হানসিকা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৪৮ পিএম


loading/img

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। গেল বছর ৪ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের পর থেকেই সমালোচনার মুখে পড়েন হানসিকা।   

বিজ্ঞাপন

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠে বান্ধবীর সংসার ভেঙে নাকি সোহেলকে বিয়ে করেছেন তিনি। এতদিন চুপ থাকলেও সম্প্রতি এসব সমালোচনার  প্রেক্ষিতে নীরবতা ভেঙে কথা বলেছেন তিনি।  

এক সাক্ষাৎকারে এসব সমালোচনা তার কাছে কোনো ব্যাপার নয় বলে জানিয়েছেন হানসিকা। তিনি বলেন, এটি বৈধ বাস্তবতা। বিয়ে করার জন্য আমার ওপরে তেমন কোনো চাপ ছিল না। কিন্তু সোহেল নিজেই ধৈর্য হারিয়ে আমাকে বলে, এখন আমাদের বিয়ে করা উচিত। তখনই বিয়ে করার সিদ্ধান্ত নিই আমি।  

জানা গেছে, অভিনেত্রীর স্বামী সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে হানসিকার বন্ধু রিঙ্কিকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়েতেও উপস্থিত ছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী।  

তিনি আরও বলেন, সেই সময় রিঙ্কির স্বামী হিসেবে সোহেলকে চিনতাম আমি। কিন্তু  তার মানে তো এই নয় যে, এটার জন্য শুধু আমি দায়ী। আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার দিকেই আঙুল তোলাটা খুব সহজ ছিল। তাই সোহেলের প্রথম সংসার ভাঙার পেছনে আমাকেই দায়ী করছে সবাই।  

খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |