ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মহল্লার সেলুনের গল্পে ‘নরসুন্দর’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১৭ এএম


loading/img

নুরু একজন নাপিত। সে নিজেকে শুদ্ধ বাংলায় বলে নরসুন্দর। তার সেলুনটার নামও ‘নরসুন্দর’। তবে মাঝে-মধ্যে সে ভিআইপিদের বাড়িতেও যায় চুল কাটতে ও মাথা বানিয়ে দিতে। অনেকেই নুরুর কাছে চুল কাটার চেয়ে গল্প শুনতে বেশি আসে।

বিজ্ঞাপন

নুরুও গল্প করতে ভালোবাসে। নুরুর গল্প শুনে তার সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিল সুইটি। তার সেলুনে চুল কাটাতে আসে লেখক, কবি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, হিজড়া, পাতি মাস্তান থেকে শুরু করে হিরো হওয়ার বাসনালিপ্ত তরুণও। নুরুর সঙ্গে সবার গল্পের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর এই নিয়েই ‘নরসুন্দর’ ধারাবাহিকের গল্প।

মাতিয়া বানু শুকুর রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, আরফান আহমেদ, আমানুল হক হেলাল, মিলন ভট্ট, সাজু খাদেম, সুজাত শিমুল, জয়রাজ, সানজিদা প্রীতি, আশরাফুল আশীষ, ইকবাল হোসেন, মুকুল সিরাজ, বাপ্পি আশরাফ, নাইরুজ সিফাত, টুনটুনি সুবহান, শারমিন ইতি, পার্শা, শাহাদাৎ হোসেন ও রফিক।

বিজ্ঞাপন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক নাটকটি। প্রচার হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |