ঢাকার মঞ্চের দক্ষ অভিনেতা ও থিয়েটার আর্ট ইউনিটের অন্যতম সংগঠক কামরুজ্জামান মিল্লাত। দলের বেশ কয়েকটি নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। কাজের স্বীকৃতি হিসেবে এবার কলকাতায় পুরস্কৃত হয়েছেন তিনি।
‘সপ্তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এ শ্রেষ্ঠ থিয়েটার অভিনেতা হিসেবে কামরুজ্জামান মিল্লাতকে দেওয়া হয়েছে সম্মাননা। গত ২১ ফেব্রুয়ারি কলকাতার সিরাম অডিটোরিয়ামে এ সম্মাননা তুলে দেয় উৎসব কর্তৃপক্ষ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় কামরুজ্জামান মিল্লাত বলেন, থিয়েটারে ৩০ বছরের ক্যারিয়ারের আমি যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি তারই স্বীকৃতি পেলাম। কৃতজ্ঞতা জানাই ফেস্টিবল কর্তৃপক্ষকে। আমি মনে করি এই সম্মাননা দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করবে।
তিন দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় সম্পৃক্ত রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে অভিনয় করেছেন লক্ষীর পালা, কোর্ট মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, স্বপ্ন দেখো মানুষ, ছায়া চক্রসহ আরও বেশ কিছু নাটকে। দলের হয়ে দেশ-বিদেশে পাঁচ শতাধিক নাটকের প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি।
কামরুজ্জামান মিল্লাত বর্তমানে থিয়েটারের আর্ট ইউনিটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।