ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যাদের জন্ম ১৯৯৭-২০১২, তাদের এক হাত নিলেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ , ০৮:১০ পিএম


loading/img

বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন সময় তার কুরুচিপূর্ণ ও বিস্ফোরক মন্তব্যে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে। এবার নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মেছেন, তাদের প্রসঙ্গে কঙ্গনা বলেন- এরা এতটাই ফোনে ব্যস্ত থাকে যে, নিজেরা কখনোই বাড়ি কিনতে পারবেন না। কমিটমেন্টেও ভয় পান তারা। এমনকি এই প্রজন্ম এতটাই অলস যে, তারা শারীরিক সম্পর্ক স্থাপনেরও সময় পান না! আর তাই নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের যোগব্যায়াম করার পরামর্শ দিয়েছেন নায়িকা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ মার্চ) ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া কঙ্গনার এমন মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘জেন জেড, হাহা। ওদের হাত-পা কাঠির মতো। ওরা তো জীবনের অধিকাংশ সময় ফোনের সঙ্গে কাটায়। বাস্তবে কেউ কারও সঙ্গে কথা বলে না, কিছু দেখে না, পড়ে না। এই প্রজন্ম কেবল দ্রুত সাফল্য পেতে চায়। কোনও ডিসিপ্লিন মানে না।’

কঙ্গনা আরও লেখেন, ‘এই প্রজন্ম স্টারবাকস এবং অ্যাভোকাডো টোস্ট ভালোবাসলেও তারা আদতে বাড়ি কিনতে পারে না। তারা কাউকে দেখানোর জন্য ভাড়ায় দামি ব্র্যান্ডের পোশাক পরতে পারে, কিন্তু বিয়ে করার জন্য কমিট করতে পারে না। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী এরা তো এত অলস হয় যে, শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে না। এই প্রজন্ম আসলে গাজর, মুলার মতো। চোখ পাকাচ্ছে, গালাগালি দিচ্ছে, লোকজনকে ম্যানুপুলেট করে ব্রেন ওয়াশ করছে। তোমরা কিছু ব্যায়াম এবং যোগব্যায়াম করো, কাজে দেবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |