ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

'সোনাবন্ধু'র সাড়া পাচ্ছি প্রত্যাশার চেয়েও বেশি : পরী মণি

আরটিভি অনলাইন, বিনোদন রিপোর্ট

সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০১৭ , ০৫:৫৫ পিএম


loading/img

নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন পরী মণি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েও আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা। গেলো বছরের মতো এবারো এফডিসিতে কুরবানি দিয়েছেন। বুকে টেনে নিয়েছেন চলচ্চিত্রের 'এক্সট্রা আর্টিস্ট' নামের অবহেলিত শিল্পীদের। তাদের সঙ্গেই ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ।

বিজ্ঞাপন

এছাড়া গেলো বছর কবি নির্মলেন্দু গুণের একটি ফেসবুক স্ট্যাটাস পড়ে গুণের 'কবিতা কুঞ্জ' নামের একটি সংগঠনে এক লাখ টাকা দিয়ে কবিতার প্রতি ভালোবাসার কথাও জানিয়েছিলেন পরী। এবারের ঈদুল আজহায় শুধু সামাজিক কর্মকাণ্ড নয়, সিনেমার পর্দায়ও হাজির হয়েছেন এই নায়িকা।

গেলো বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল পরী অভিনীত চলচ্চিত্র ‘রক্ত’। সেখানে দেখা গিয়েছিল অ্যাকশন নায়িকা হিসেবে। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ফোক ঘরানার চলচ্চিত্র ‘সোনা বন্ধু’। সিনেমায় পরী মণির সহশিল্পী হিসেবে আছেন ডি এ তায়েব ও পপি। এই ছবির মাধ্যমে অনেক দিন পর প্রেক্ষাগৃহে ফিরেছেন পপি।

বিজ্ঞাপন

'সোনা বন্ধু' সিনেমা নিয়ে ঈদে কেমন সাড়া পাচ্ছেন পরী? কেমন কাটছে এই নায়িকার ঈদ? এই খবর জানতে আরটিভি অনলাইন আজ বিকেলে(৪ সেপ্টেম্বর) যোগাযোগ করেছিল চিত্রনায়িকা পরী মণির সঙ্গে। এ সময় তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে পরী জানান, তিনি এখন বরিশালের পিরোজপুরে তার নানুবাড়িতে সবার সঙ্গে ভীষণ আনন্দে সময় কাটাচ্ছেন।

পরী মণি বলেন, 'ইচ্ছে করেই মোবাইল ফোনটি বন্ধ রেখেছি। এখন একেবারেই ফ্যামিলি টাইম। আমি বরিশালে এসেছি শুনে পুরো এলাকার মানুষ ছুটে এসেছে। সবার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি।'

এদিকে ঈদের দিনটি পরী মণি কাটিয়েছেন এফডিসিতে। তিনি বলেন, 'আমি অন্তর থেকে বিশ্বাস করি- এফডিসি আমার দ্বিতীয় বাড়ি। এখানকার মানুষেরা আমার পরিবারের অংশ। তাদের সঙ্গে ঈদের দিন কাটিয়েছি। আমার খুবই ভালো লেগেছে। অনেকেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছেন। তাদের ভালোবাসার মাঝেই যেন সারাজীবন বাঁচতে পারি।'

বিজ্ঞাপন

ঢাকার জোনাকি সিনেমা হলে গিয়ে 'সোনা বন্ধু' ছবিটি দেখেছেন জানিয়ে পরী মণি বলেন, 'এই গরমে এতো কষ্ট করে বাংলাদেশের মানুষ সিনেমা দেখে। তাদের এই ভালোবাসার জন্যই বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বজয় করবে। দর্শকের ভালোবাসায় আমাদের শক্তি। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এতো কষ্ট করে সিনেমা দেখতে হলে আসছেন।'

তবে প্রত্যাশার চাইতেও বেশি সাড়া পাচ্ছেন জানিয়ে পরী মণি বলেন, 'আমি এতোটা প্রত্যাশা করিনি। হলভর্তি মানুষ সিনেমা দেখছে। এটা আমার প্রত্যাশার চাইতেও বেশি।'

‘সোনা বন্ধু’ফোক ঘরানার সঙ্গীতনির্ভর সিনেমা। ছবিটির প্রাণই হচ্ছে গান। ১০টির মতো গান রয়েছে ছবিটিতে। পুরনো ফোক গানগুলোকে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন- ‘ওকি ও বন্ধু কাজল ভ্রমরারে’ গানটি নতুন সঙ্গীতায়োজনে ব্যবহার করা হয়েছে।

‘সোনা বন্ধু’তে পরী অভিনয় করেছেন কাজল নামের গ্রামের মেয়ে চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। প্রযোজনা করেছে শুভ টেলিফিল্মস।

প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, এবারের ঈদে তিন শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। শাকিব-বুবলি অভিনীত 'রংবাজ' মুক্তি পেয়েছে ১৫৬ হলে। এই জুটির আরেকটি ছবি ‘অহংকার’ মুক্তি পেয়েছে ১১৯ হলে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’ মুক্তি পেয়েছে ৪০টি হলে।

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |