ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ধূমপান করে কটাক্ষের শিকার অনন্যা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ০৫:৫৭ পিএম


loading/img

বলিউডের এ প্রজন্মের নায়িকা অনন্যা পাণ্ডে। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে। বলিপাড়ায় স্টার কিডরা মাঝে মধ্যেই নিজেদের নানান কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার ফের কটাক্ষের শিকার হলেন এই স্টার কিড।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মার্চ) ধূমপান করে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা। এ দিন অভিনেত্রীর খালাতো বোন অ্যালেনা পাণ্ডের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। আর সেই অনুষ্ঠানেই প্রকাশ্যে ধূমপান করার সময়ে ক্যামেরায় ধরা পড়েন এই নায়িকা। 

ইতোমধ্যে ধূমপান করার সময়ের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে ছবিতে পছন্দের তারকাকে এমন রূপে দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। ওই ছবিগুলোতে দেখা যায়, অনুষ্ঠানে আমন্ত্রিত সব অতিথিরা যে যার মতো ব্যস্ত রয়েছেন। অনেকে আলাদাভাবে গ্রুপ করে দাঁড়িয়ে কথা বলছেন। তাদের মাঝে দাঁড়িয়ে ধূমপান করছেন অনন্যা। 

বিজ্ঞাপন

বিয়ের অনুষ্ঠানে ধূমপান করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। বিষয়টি একেবারেই ভালোভাবে গ্রহন করেননি তারা। নেটিজেনরা। অনেকে আবার ট্রলও করছেন তাকে নিয়ে। একজন লিখেছেন, অনন্যা ধূমপান করেন এটা কখনও প্রত্যাশা করিনি। আরেকজন লিখেছেন, ‘অনন্যা দেখতে সুন্দর, তার ঠোঁট দুটোও চমৎকার। তবে বিশ্বাস করতে পারছি না সে ধূমপায়ী। আরেক ভক্ত লেখেন, আমি সত্যিই বিস্মিত! বাহ্যিকভাবে যা দেখা যায়, আসলে তা সত্যি নয়।     

এর আগেও আরিয়ান খানের মাদক মামলায় উঠে এসেছিল এই অভিনেত্রীর নাম। সে সময় একাধিকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জেরার মুখে পড়তে হয়েছিল। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অনন্যা পাণ্ডে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন অনন্যা।   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |