ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সিনেমাটি দর্শককে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে : কিয়ারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৭:১৫ পিএম


loading/img

কয়েক দিন আগেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা আদভানি। বিয়ের পর দুজনেই ব্যস্ত হয়ে পড়েছেন যার যার কাজে। সম্প্রতি সিনেমার কাজে হায়দরাবাদে গেছেন এই বিটাউন সুন্দরী। 

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে সিনেমাটির নাম ‘আরসি-ফিফটিন’। তবে এটি কিয়ারার জন্য বিশেষ একটি সিনেমা। কারণ, অভিনেত্রীর ক্যারিয়ারে এটাই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সেই সঙ্গে সিনেমাটি নির্মাণ করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক এস শঙ্কর। এতে কিয়ারার বিপরীতে পর্দায় দেখা যাবে দক্ষিণের সুপারস্টার রাম চরণকে।

বিজ্ঞাপন

কিয়ারা বলেন, সিনেমাটি এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে দর্শককে। আমরা সবাই জানি যে, এস শঙ্কর একজন গুণী নির্মাতা। জাদুকরের মতো যেকোনো  কাহিনি ও চরিত্রকে জীবনের থেকে বড় আকারে নির্মাণ করতে পারেন তিনি। তার সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে এবং নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা।    

অভিনেত্রী আরও বলেন, সিনেমার গল্প ও আমার চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে পারব না আমি। তবে এই সিনেমাটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি।

বিজ্ঞাপন

কিয়ারা বলেন, শুটিং সেটে একটা স্পঞ্জের মতো থাকি আমি। আশপাশে যাই ঘটুক না কেন, সেগুলো খেয়াল রাখি আর স্পঞ্জের মতো শুষে নিই। গেল বছরের নভেম্বরে এই ছবির কিছু অংশের শুটিং করেছিলাম আমরা। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হায়দরাবাদে ‘আরসি-ফিফটিন’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করবেন কিয়ারা-রাম চরণ। আগেও জুটি বেঁধে এক সঙ্গে কাজ করেছেন তারা। সেই সিনেমাগুলোও বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাপ্রেমীদের।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |