• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবারের ‘ইত্যাদি’তে নারী ক্রিকেট ও ফুটবল দল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২৩, ১৭:৩৬
এবারের ‘ইত্যাদি’তে নারী ক্রিকেট ও ফুটবল দল

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর একটি ‘ইত্যাদি’। প্রচারের ৩৪ বছরেও মানুষের মনে আজও জায়গা আছে আগের মতোই। বিষয়বৈচিত্র্য আর বিনোদন, দুটোই হাত ধরাধরি করে চলে অনুষ্ঠানটিতে।

প্রতি বছরের মতো ঈদুল ফিতরেও প্রচার হবে ইত্যাদি। আর ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান।

গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খেলোয়াড়দের সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটির ধারণ কাজে সহযোগিতা করেছেন।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়। খেলোয়াড়দের দেখে পুরো স্টেডিয়ামজুড়ে দর্শকরা ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

‘পতাকার লাল সুর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ।

‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর আছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’, ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা
অস্ট্রেলিয়ার উদ্যোগে মাঠে ফিরছেন আফগানিস্তান নারী ক্রিকেটাররা
ড. ইউনূসকে নারী দলের জার্সি উপহার
যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল