ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

গানের মাধ্যমে আবারও এক হলো দুই বাংলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ , ০৫:৫৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

‘যদি থাকো দূরে দূরে’ শিরোনামে গানের মিউজিক ভিডিও পরিচালনা করলেন মডেল সাবরিনা জামান রিবা। রেকর্ড মায়েস্ট্রোসের লেবেলে ও স্টুডিও মায়েস্ট্রোসের প্রযোজনায় বাংলাদেশের সংগীতশিল্পী তারুণ্য হীরা ও কলকাতার জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পালের কণ্ঠে প্রকাশ হয়েছে গানটি। গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান ও অভিনেতা সাদ সালমি নাওভি। 

বিজ্ঞাপন

গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে তারুণ্য হীরা জানান, আমরা ভালোবাসায় স্বপ্ন দেখি, ভালোবাসায় বাঁচি। ভালোবাসার টানে দুটি মনের কাছে আসা, আর স্বপ্ন ছোঁয়ার মুহূর্তগুলোকে সুরে-ছন্দে প্রকাশ করে আমাদের মৌলিক গান ‘যদি থাকো দূরে দূরে’। 

মিউজিক ভিডিওর পরিচালক সাবরিনা জামান রিবা বলেন, রোমান্টিক মিউজিক ভিডিওগুলোর গল্পটা বলার মধ্যে অন্যরকম একটা আবেগ আছে। আর স্ক্রিনে তা আয়েশা আর নাওভি আর গানে তারুণ্য হীরা ও প্রস্মিতা পাল তা দারুণভাবে ফুটিয়ে তুলেছে যা আমার ও আমার সহ-পরিচালক শোয়েবের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। আমি এই ভিডিওর সঙ্গে কাজ করা সকলকে ধন্যবাদ জানাতে চাই, এতো সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করতে আমাদের সাহায্য করায়।

বিজ্ঞাপন

প্রস্মিতা পাল বলেন, তারুণ্য হীরার সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটা করার অনুভূতিটা এক কথায় দারুণ। এপার বাংলা ও ওপার বাংলার যে এরকম একটা কোলাবোরেশন হতে পারে একটা রোমান্টিক গানের মধ্য দিয়ে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আশা করি গানটি আপনাদেরও অনেক ভালো লাগবে।

গানটির রেকর্ডিংয়ের কাজ করেছেন কলকাতার ‘পলিফোনি দ্য মিক্স রুম’-এর দেবজিৎ সেনগুপ্ত ও ঢাকার স্টুডিও মায়েস্ট্রোর খায়রুল ইসলাম দিপু। গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের কাজও করেছেন খায়রুল ইসলাম দিপু। গানটির মিউজিক পরিচালনায় ছিলেন সাবরিনা জামান রিবা ও সৈয়দ শোয়েব। স্টুডিও মায়েস্ট্রোসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে গানটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছর মডেল সাবরিনা জামান রিবা অভিনীত ফ্যাশন ফিল্ম ‘মুড সুইং’ বার্লিন ফ্যাশন ফিল্ম উৎসবে প্রদর্শিত হয়। ফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছিল। তবে মিউজিক ভিডিও পরিচালনা এবারই প্রথম নয় রিবার, এর আগেও স্টুডিও মায়েস্ট্রো’র হয়ে এককভাবে ‘আমার নিশীথ রাতের বাদলধারা’ ও ‘এ শহরে তুমিহীন’ গানে কলকাতার পরিচালক প্রসেনজিৎ দাশের সঙ্গে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |