বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।
এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশনের মাধ্যমে বেশি মূল্যে পোড়া কাপড় কিনেছেন তিনি।
সিয়ামের দেওয়া এই অর্থ তুলে দেওয়া হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের। অভিনেতার এই মানবিক কাজের জন্য রীতিমতো বাহবা দিচ্ছেন অভিনেতার ভক্ত-অনুরাগীরা।
বিষয়টি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।