ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। বর্তমানে গল্প-নির্ভর কাজ করছেন তিনি। ইতোমধ্যেই নিজের সাবলীল বাচনভঙ্গিতে নজর কেড়েছেন দর্শকদের। সংসারের পাশাপাশি অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজের সময়সাময়িক ব্যস্ততা এবং ঈদ প্ল্যান নিয়ে কথা বলেছেন আরটিভি নিউজের সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন হুমাইরা সিদ্দিকা-
আরটিভি : কেমন আছেন?
সাবিলা নূর : আলহামদুলিল্লাহ্, ভালো।
আরটিভি : এবার ঈদ কোথায় করবেন?
সাবিলা নূর : বরাবরের মতো এবারও ঢাকাতেই ঈদ করব।
আরটিভি : আসন্ন ঈদ উপলক্ষে কী কী কাজ করেছেন?
সাবিলা নূর : ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকই অনএয়ারে যাবে আমার। ইনশাআল্লাহ্, ঈদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাজ থাকবে। এবার প্রায় ১০-১২টি কাজ করেছি।
আরটিভি : ঈদের দিন কী রান্না করা হয়?
সাবিলা নূর : ঈদে আসলে আমার রান্না করা হয় না। আমার শাশুড়ি মা-ই রান্না করেন।
আরটিভি : ঈদে কোন খাবারটা বেশি খেতে পছন্দ করেন?
সাবিলা নূর : আমি গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করি। তাই ঈদে পোলাও আর গরুর মাংসই খাওয়া হয় বেশি।
আরটিভি : শপিং করেছেন?
সাবিলা নূর : আসলে ব্যস্ততার মধ্যে শপিং করার সুযোগটা পাইনি। তাই এখনও শপিং করা হয়নি।
আরটিভি : ঈদে সালামি পান?
সাবিলা নূর : ঈদে সালামি পাই না। আর সালামি দেওয়ার ব্যাপারটাও নেই। আসলে পরিবারে আমার থেকে ছোট আর কেউ নেই। আমিই সবার ছোট। আমার বড় ভাই অস্ট্রেলিয়াতে থাকে। দেশে থাকলে হয়ত, বড় ভাইয়ের ছেলে-মেয়েকে অবশ্যই দেওয়া হতো। কিন্তু যেহেতু বড় ভাই, বড় বোন দেশে নেই তাই সালামি পাওয়াও হয় না, দেওয়াও হয় না।
আরটিভি : ছোট বেলার ঈদের কোন বিষয়টি এখনও মিস করেন?
সাবিলা নূর : আমি ছোট বেলায় ঈদের আগের সময়গুলো ভীষণ মিস করি। কারণ, রোজার পুরো মাসটাই আসলে ঈদের জন্য অপেক্ষায় থাকা হয়। এখন যেমন চেষ্টা করি শুটিংয়ের মধ্যেও রোজা রাখার। আলহামদুলিল্লাহ্, এখন পর্যন্ত সবগুলো রোজাই রাখতে পেরেছি। ছোট বেলায় দেখা যেতো একটা একটা করে রোজা রাখার ফিলিংসটা, ঈদ কবে আসবে তার জন্য অপেক্ষা করা, মেহেদি দেওয়া, শপিং করা এই বিষয়গুলো এখনও অনেক মিস করি।
আরটিভি : ঈদে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন?
সাবিলা নূর : ইচ্ছা আছে। যেহেতু, ঈদের পর ২-৩ সপ্তাহের জন্য দেশের বাহিরে যাওয়ার ইচ্ছে আছে। তবে ঈদে ওইভাবে এখনও প্ল্যান করিনি। তবে ইচ্ছা আছে দেশের মধ্যে সিলেট অথবা কক্সবাজারে ২-৩ দিনের ছোট একটা ট্যুর দেওয়ার।
আরটিভি : ঈদের পর দেশের বাইরে কোথায় যাওয়ার প্ল্যান করেছেন?
সাবিলা নূর : আমার ট্র্যাভেল করতে খুবই ভালো লাগে। দেখা যায় যে, প্রতি বছরই প্ল্যান থাকে যে কোথায় কোথায় যাব। বলতে গেলে, একটা লিস্ট করে রাখি। আসলে শুটিংয়ের প্রেসার এবং আমার স্বামীর কাজের প্ল্যান সব মিলিয়ে দুজনের কাজের সময়টা ম্যাচ করে যাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমেরিকায় আমার বোনের কাছে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তবে এর পরে অস্ট্রেলিয়াতে বড় ভাইয়ের কাছে যাওয়ার ইচ্ছে আছে।
আরটিভি : ঈদের দিনের ব্যস্ততা?
সাবিলা নূর : যেহেতু ঈদের আগের দিন পর্যন্ত শুটিং থাকে, তাই সেভাবে কিছু করা হয় না। দেখা যায় যে, দুপুরের খাবারটা শশুরবাড়িতে সবাই মিলে এক সঙ্গে খাই। আর রাতের বেলা আমার বাবার বাড়িতে যাই।