ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে বিশেষ নাটক ‘পজেসিভ গার্লফ্রেন্ড’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ এপ্রিল ২০২৩ , ০৩:৪৫ পিএম


loading/img

রাফসান মহা সংকটে আছে। পজেসিভ গার্লফ্রেন্ডের অতিপ্রেমের প্যারায় সে অতিষ্ঠ। না পারে ডানে যেতে না পারে বামে যেতে। রাগের মাথায় যেখানে সেখানে সিনক্রিয়েট করে বসে প্রেমিকা তানিশা। কথায় কথায় সন্দেহ, রাগারাগি, চেঁচামেচি, ঝগড়াঝাটির যন্ত্রণায় সে বাথরুমে গিয়ে পর্যন্ত শান্তি পায় না। দিনে দিনে তানিশার এই সমস্যা আরও প্রকট রূপ ধারণ করতে থাকে যার দরুন রাফসানের দিনরাত ফোনে কানেক্টেড থাকতে হয়, প্রতিটা কাজের জবাবদিহিতা দিতে হয়, সবসময় একটা আতঙ্কে থাকতে হয়।

বিজ্ঞাপন

একসময় হাঁপিয়ে উঠে রাফসান, ব্রেকআপ করার সিদ্ধান্তও নেয় সে। কিন্তু তার একটা বড় সমস্যা হলো তানিশা যতই সিনক্রিয়েট করুক না কেন, কিছুক্ষণ পর সরি বললেই আবার গলে যায় সে। পরদিনই আবার ঘটে যায় কোনো নতুন দুর্ঘটনা। একদিন অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাফসান নিভৃতে বসে ভাবতে থাকে যে কি এমন অপরাধে তার জীবনে এমন একটা অভিশাপ নেমে এলো?

বিজ্ঞাপন

ভেবে বের করে যে তার জীবনে বর্তমানে যা ঘটে যাচ্ছে ঠিক এমন ঘটনাই সে বেশ কিছুদিন আগে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সঙ্গে ঘটিয়েছে। অকারণে মানসিক অত্যাচার করে করে প্রাক্তনের জীবনটাকে সে বরবাদ করে দিয়েছে। পরবর্তীতে রাফসানের জীবনেও তা একে একে পুনরাবৃত্তি ঘটতে থাকে। এটা ভেবে তানিশাকে বুঝাতে গেলে উল্টো সে নতুন করে প্রাক্তনকে নিয়ে সন্দেহ করতে থাকে, অত্যাচার আরও বেড়ে যায়।

শেষ পর্যন্ত রাফসান অনুশোচনায় পড়ে যায় এবং প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করে সরি বলার সিদ্ধান্ত নেয়। এর পরের গল্পটা জানতে হলে দেখতে হবে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ঈদের বিশেষ নাটক ‘পজেসিভ গার্লফ্রেন্ড’। মাসুদ খানের গল্পে নাটকটি রচনা করেছেন রিফাত আদনান পাপন। পরিচালনায় মাসুদ খান। অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন নাটকটি রাত ৯ টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |