জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন ‘হ্যারি পটার’ খ্যাত তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ। সম্পর্কের দীর্ঘ ১০ বছর পর তাদের সংসারে এসেছে নতুন অতিথি। সম্প্রতি প্রথমবারের মতো বাবা হয়েছেন এই তারকা।
অভিনেতার সন্তানের জন্ম দিয়েছেন ড্যানিয়েলের এক দশকের প্রেমিকা এরিন ডার্ক। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন সদস্যের আগমনে ভীষণ খুশি এই তারকাজুটি।
জানা গেছে, ২০১৩ সালে ‘কিল ইউর ডারলিংস’ সিনেমার শুটিংয়ে প্রথম দেখা হয় ড্যানিয়েল র্যাডক্লিফ ও এরিন ডার্কের। এরপরই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। ইতোমধ্যে এক ছাদের নিচে ১০ বছর পার করছেন ৩৩ বছর বয়সী ড্যানিয়েল র্যাডক্লিফ ও ৩৮ বছর বয়সী এরিন ডার্ক।
এবার নতুন অতিথি যুক্ত হলো তাদের জীবনে। প্রথম সন্তানকে নিয়ে বেশ আনন্দেই মেতেছেন ড্যানিয়েল-এরিন।
প্রসঙ্গত, মার্চের শেষেই জানিয়েছিলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। আপাতত প্রথম সন্তানকে নিয়েই তাদের জীবন উপভোগ করছেন ড্যান ও এরিন।