ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রশংসায় ভাসছে শাকিবের ‘লিডার, আমিই বাংলাদেশ’, বাড়ছে হলের চাহিদা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ এপ্রিল ২০২৩ , ১২:২৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ।’ ইতোমধ্যে ঈদে ১০০ সিনেমা হলে মুক্তির পর দর্শক চাহিদার কারণে আরও দুটি হল পেয়ে সারাদেশে রাজত্ব করছেন ঢালিউদের এই কিং।

বিজ্ঞাপন

রীতিমতো মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সব জায়গায় হাউজফুল দিয়ে বাজিমাৎ করছে ‘লিডার, আমিই বাংলাদেশ।’    

দেলোয়ার হোসেন দিলের কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক  তপু খান। তিনি বলেন, প্রথম সপ্তাহে সব প্রেক্ষাগৃহ থেকে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। এই সাফল্যের সঙ্গে শুক্রবার (২৮ এপ্রিল) থেকে টাঙ্গাইলের রাজ্য মাল্টিপ্লেক্স ও কুষ্টিয়ার স্বপ্নীল মাল্টিপ্লেক্সে ‘লিডার’ চলছে। আর দিন দিন বেড়েই চলেছে দর্শকদের চাপ।     

বিজ্ঞাপন

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত আটটি সিনেমার মধ্যে এগিয়ে রয়েছে ‘লিডার’। দেশে শাকিবের আলাদা ভক্তশ্রেণি আছে। তারা সিনেমাটি একাধিকবার দেখছে। এমনকি পরিবারকে সঙ্গে নিয়েও দর্শকরা সিনেমাটি দেখতে আসছে। সার্বিকভাবে ‘লিডার’ ভালো অবস্থানে আছে। 

প্রসঙ্গত, এতে  শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। এ ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে টিওটি ফিল্মস। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |