ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

হাসবেন না মিম!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ১১:৪০ পিএম


loading/img

ক্যারিয়ারে সুসসময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রাখছেন তিনি। আসন্ন ঈদুল আজহায় তাকে দেখা যাবে সাইবার যুদ্ধ নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায়। এতে সিরিয়াস চরিত্রের একজন সাইবার সিকিউরিটি অফিসারের ভূমিকায় ধরা দেবেন মিম।

বিজ্ঞাপন

সিনেমার গল্পের ব্যাপারে কিছুটা ধারণা দিলেন নায়িকা। জানালেন ছবিজুড়ে পুরোটা সময় দেশের কাজে নিজেকে বিলিয়ে দেবেন তিনি। সারাক্ষণ সাইবার ক্রিমিনালদের পেছনে লেগে থাকবেন, হাসি-মজার কোনো স্থান নেই এখানে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘গল্পে বাংলাদেশের যে ধরনের সমস্যা দেখানো হয়েছে সেখানে আমি আমার চরিত্রের মাধ্যমে দেশের উপকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ কারণে পুরো ছবিতে আমাকে একটুও হাসতে দেখা যাবে না। একবার এই ছবি দেখা শুরু করলে পুরোটা শেষ করে বের হতে মন চাইবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘অন্তর্জাল’ ছবিতে মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। ছবির টিজার প্রকাশ হবে ৩ জুন। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |